কুমিল্লার চৌদ্দগ্রাম থানা-পুলিশের অভিযানে ১৮৪ বোতল ফেনসিডিল, ৭৬ বোতল এস্কাফ সিরাপ, ৩৬ বোতল বিয়ার ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
গত রোববার (১০ মার্চ) রাতে চৌদ্দগ্রাম থানাধীন বৈদ্দেরখিল এলাকার মো. কামাল হোসেনের (৪১) বাড়ি থেকে এসব মাদক জব্দ করা হয়।
তবে আসামি কামাল ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। তাঁর বিরুদ্ধে তিনটি মামলা আদালতে বিচারাধীন।
চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) আলী আশরাফ জুয়েল জানান, আসামি কামালের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।