কুমিল্লার চৌদ্দগ্রাম থানা-পুলিশের অভিযানে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১৫ জানুয়ারি) সকালে চৌদ্দগ্রাম বাজারের রহমানিয়া হোটেল-সংলগ্ন চট্টগ্রাম-ঢাকা মহাসড়ক থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন শেরপুর সদর থানা এলাকার মো. সাজ্জাদ হোসেন সাজু (৪০) ও সুমন চন্দ্র দে সরকার (২৮)। সাজুর বিরুদ্ধে একটি মাদক মামলা আদালতে বিচারাধীন।
চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) আবু তাহের ভুইয়া জানান, আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।