কুমিল্লার চৌদ্দগ্রাম থানা-পুলিশের অভিযানে ৫২ কেজি গাঁজা, একটি মোটরসাইকেলসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চৌদ্দগ্রাম থানাধীন ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা-সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন হবিগঞ্জ সদর থানা এলাকার মো. বিজয় (১৮) এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা এলাকার মো. ছালাউদ্দিন (২৪) ও মো. সাদেক মিয়া (২০)। তাঁদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) মো. মেহেদী হাসান জানান, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।