যশোর জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে চোর চক্রের দুজন গ্রেপ্তার হয়েছেন।
তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে প্রতারণার কাজে ব্যবহৃত পিতলের ধাতব পদার্থ, চিরকুট, চোরাই স্বর্ণ ও টাকা।
গ্রেপ্তার দুজন হলেন খুলনার লবণচরা থানার নিজখামার পিপড়ামারী এলাকার টগর মীর ওরফে বাবু (২৮) ও জেলার বটিয়াঘাটা থানার শান্তিনগর এলাকার আলমগীর হোসেন (৪০)।
দুজনের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি স্বর্ণের বার সদৃশ পিতলের ধাতব পদার্থ, চিরকুট, একটি স্বর্ণের আংটি, নগদ ২৬ হাজার টাকা ও আসামিদের ব্যবহৃত মোবাইল ফোন।
গত ৮ ও ২৭ অক্টোবর প্রতারকচক্র ভ্যানচালক সেজে দুই আরোহীকে অচেতন করে স্বর্ণালংকার চুরি ও চুরির চেষ্টা করে। এ ঘটনায় কেশবপুর থানায় আলাদা দুটি মামলা হয়।
সেই মামলার তদন্তের অংশ হিসেবে যশোর ডিবি রোববার রাত দেড়টার দিকে খুলনার হরিণটানা থানা এলাকায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তারের পাশাপাশি বিভিন্ন দ্রব্য ও সামগ্রী উদ্ধার করা হয়।