রাজধানীর বারিধারার ডিওএইচএসের একটি বাসা থেকে চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার ও গৃহকর্মীকে গ্রেপ্তার করেছে ডিএমপির ক্যান্টনমেন্ট থানা-পুলিশ। তাঁর নাম মনোয়ারা বেগম।
ডিএমপি নিউজকে এ তথ্য নিশ্চিত করেন ক্যান্টনমেন্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীনুর রহমান।
এজাহারের বরাত দিয়ে ওসি জানান, গত ১৪ ডিসেম্বর বারিধারার ডিওএইচএসের একটি বাসা থেকে ২৬ ভরি স্বর্ণালংকার চুরি হয়। এ ঘটনায় বাসার মালিকের অভিযোগের পরিপ্রেক্ষিতে ১৬ ডিসেম্বর একটি মামলা করা হয়।
পরে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানা এলাকায় অভিযান চালিয়ে গৃহকর্মী মনোয়ারাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর হেফাজত থেকে ওই বাসা থেকে চুরি হওয়া ১৬ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
গ্রেপ্তার মনোয়ারাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।