সুনামগঞ্জের মধ্যনগর থানা-পুলিশের অভিযানে চোরাই স্পিডবোটের যন্ত্রাংশসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২০ এপ্রিল) রাতে কিশোরগঞ্জের ইটনা ও সুনামগঞ্জের মধ্যনগর থানা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন ইটনা থানা এলাকার খাইরুল ইসলাম (৪৫) ও সাইফুল ইসলাম (৩৮) এবং মধ্যনগর থানা এলাকার মো. আবুল জাহার (৩৯)।
মামলার তদন্ত কর্মকর্তা মধ্যনগর থানার উপপরিদর্শক (এসআই) রফিজুল জানান, স্পিডবোট চুরির ঘটনায় ১৫ এপ্রিল মধ্যনগর থানায় মামলা হয়। তদন্তের একপর্যায়ে তথ্য ও প্রযুক্তির সহায়তায় ইটনা থানাধীন নতুন বাজার থেকে স্পিডবোটের মেশিনসহ খাইরুল ও সাইফুলকে গ্রেপ্তার করা হয়। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে মধ্যনগর থানা এলাকা থেকে জাহারকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, মধ্যনগরের গোদারঘাট-সংলগ্ন সুমেশ্বরী নদী থেকে স্পিডবোট চুরির কথা জিজ্ঞাসাবাদে স্বীকার করেন জাহার। এ ঘটনায় করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।