চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) পশ্চিম বিভাগের অভিযানে তিনটি চোরাই মোবাইল, মোবাইলের আইএমইআই পরিবর্তনের ডিভাইস ও একটি সিপিও মনিটরসহ তিনজন গ্রেপ্তার হয়েছেন।
গোপন সংবাদের ভিত্তিতে রোববার চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানাধীন রিয়াজ উদ্দিন বাজারের সিডিএ মার্কেটে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তিনজন হলেন সজিব দাশ, মিজানুর রহমান মিরাজ ও লোকমান উদ্দিন।