চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পতেঙ্গা মডেল থানার অভিযানে আটটি চোরাই মোবাইল ফোনসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

নগরীর পতেঙ্গা থানাধীন উত্তর পতেঙ্গা মুসলিমাবাদ জেলেপাড়া মোড়ে পাকা রাস্তার ওপর বৃহস্পতিবার অভিযান চালিয়ে আনোয়ার হোসেন ও বায়জীদ হোসেন লিপুকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক তদন্তে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তিরা চোরাই মোবাইল ফোনগুলো নিজেদের হেফাজতে রেখেছিলেন।

ওই দুজনের নামে পতেঙ্গা থানায় নিয়মিত মামলা করা হয়েছে।