সিএমপি ডিবি উত্তর ও দক্ষিণ বিভাগের অভিযানে চোরাই মোবাইলসহ গ্রেপ্তার দুজন। ছবি: সিএমপি

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) উত্তর ও দক্ষিণ বিভাগের অভিযানে ৩১টি চোরাই মোবাইলসহ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে রোববার নগরীর চাঁন্দগাও থানাধীন বহদ্দারহাট মোড় এলাকায় অভিযান চালিয়ে চোরাইকৃত মোবাইলসহ চোরচক্রের সদস্য মো. সিফাত ও মো. রায়হান উদ্দিন জিসানকে গ্রেপ্তার করে ডিবি।

গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তাঁরা পরস্পর যোগসাজশে রিয়াজ উদ্দিন বাজারসহ বিভিন্ন স্থান থেকে চোরচক্রের কাছ থেকে চোরাই মোবাইল কম দামে কিনে বিভিন্নজনের কাছে বেশি দামে বিক্রি করেন।