জামালপুরের সরিষাবাড়ী থানা-পুলিশ অভিযান চালিয়ে চোরাই মোটরসাইকেলসহ দুই আসামিকে গ্রেপ্তার করেছে।
সোমবার (১৩ মার্চ) সরিষাবাড়ী থানা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আসামি মো. রবিনের (২০) বাড়ি সরিষাবাড়ী থানা এলাকায়। তাঁর বিরুদ্ধে তিনটি গ্রেপ্তারি পরোয়ানা ছিল। অপর আসামির পরিচয় জানা যায়নি।
সরিষাবাড়ী থানা-পুলিশ জানায়, নিয়মিত মামলা করে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।