সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) জালালাবাদ থানা-পুলিশের অভিযানে একটি চোরাই মোটরসাইকেলসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে পাগইল এলাকার ওয়েস্ট পয়েন্ট নামের স্থানে চেকপোস্টে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন ফরহাদ হোসেন (২০) ও আতিকুর রহমান (২০)। দুজনের বাড়িই সিলেটের কোম্পানীগঞ্জে।
ওই দুজন পুলিশকে জানান, তাঁরা সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানাধীন বুড়দেও এলাকার তরুণ চন্দ্র দেব অধিকারীর (৩৩) ভাড়া বাসা থেকে মোটরসাইকেলটি চুরি করে নিয়ে আসেন।
চুরির ঘটনায় মামলা করে দুজনকে আদালতে পাঠানো হয়েছে।