চোরাই মোটরসাইকেলসহ দুই আসামিকে গ্রেপ্তার করেছে মানিকগঞ্জের পাটুরিয়া নৌ থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত পৌনে ১২টার দিকে পদ্মা নদীতে ভাষাশহীদ আবুল বরকত ফেরি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন আব্দুল্লাহ বিশ্বাস (২০) ও মো. ফরহাদ (১৬)। উভয়ের বাড়ি মাগুরার শালিকা থানায়।
উদ্ধারকৃত মোটরসাইকেলটি প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়।