২ এপিবিএন মুক্তাগাছা, ময়মনসিংহের অভিযানে গ্রেপ্তার মোটরসাইকেলসহ গ্রেপ্তার আসামি। ছবি: বাংলাদেশ পুলিশ

চোরাই মোটরসাইকেলসহ একজনকে গ্রেপ্তার করেছে ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) মুক্তাগাছা, ময়মনসিংহ।

এপিবিএন জানায়, ময়মনসিংহের পাগলা থানার দিঘীরপাড় এলাকার জহিরুল ইসলাম (৩২) মোটরসাইকেল চুরির বিষয়ে সম্প্রতি ২ এপিবিএন মুক্তাগাছা, ময়মনসিংহে অভিযোগ করেন। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে গতকাল সোমবার মুক্তাগাছা থানাধীন চৌরাঙ্গীর মোড় থেকে মোটরসাইকেলসহ আসামি ফরহাদ মিয়া ওরফে মেহেদীকে (২৯) গ্রেপ্তার করে এপিবিএন।

ফরহাদের নামে আজ মুক্তাগাছা থানায় মামলা করা হয়েছে।