ছয়টি চোরাই মোটরসাইকেলসহ এক আসামিকে গ্রেপ্তার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) আড়ংঘাটা থানার সদস্যরা।
শুক্রবার (১১ আগস্ট) দুপুরে নগরীর খালিশপুর থানাধীন কদমতলা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আসামি রিপন চৌধুরী ওরফে শিমুলের (৩০) বাড়ি খুলনার তেরখাদা থানা এলাকায়।
আড়ংঘাটা থানা-পুলিশ জানায়, সম্প্রতি মো. হাসিবুল্লাহ শেখ নামের এক ব্যক্তির মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে আসামি রিপনকে গ্রেপ্তার ও মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, আসামিকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যে আরও পাঁচটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আড়ংঘাটা থানায় মামলা করা হয়েছে।