যশোর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের অভিযানে
চোরাই মোবাইল, মনিহারি মালামাল,মোবাইলের আইএমইআই পরিবর্তনের ডিভাইস, ঘরভাঙ্গার সরঞ্জামসহ একাধিক চুরির মামলার দুজন আসামি গ্রেপ্তার হয়েছে।
জেলা গোয়েন্দা শাখার এসআই মফিজুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস টিম ২১ নভেম্বর রাত ৮টা থেকে ২২ নভেম্বর বেলা ১টা পর্যন্ত রূপদিয়া, বাঘারপাড়া, ও মনিরামপুর থানা এলাকায় অভিযান চালায় ।
এসময় গৃহচোর চক্রের ২ সদস্যকে আটক করে তাদের হেফাজত থেকে চোরাই আইফোন, মানিব্যাগ, মনিহারি মালামাল, ঘরভাঙ্গার সরঞ্জামসহ মোবাইলের আইএমইআই পরিবর্তনের ডিভাইস উদ্ধার করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন- ইয়াছিন আরাফাত ওরফে রাহুল (২৮) ও মাহবুবুল হক ওরফে মাসুম।
গ্রেপ্তারকৃত চোর রাহুলকে নিয়ে চুরি হওয়া একাধিক বাড়ি শনাক্ত ডিবির টিম। এর মধ্যে বাঘারপাড়া থানাধীন দাদপুর এলাকার জনৈক আলামিনের বসতবাড়ি থেকে গত ৭ সেপ্টেম্বর আইফোনসহ ৩টি মোবাইল ফোন ও নগদ টাকাসহ ১ লাখ ১৬ হাজার ৮০০ টাকা চুরি হয়। এর মধ্যে আইফোন ও মানিব্যাগ উদ্ধার হওয়ায় আলামিন বাদী হয়ে বাঘারপাড়া থানায় মামলা দায়ের করেন ।
ধৃত আসামি রাহুলের বিরুদ্ধে ঝিনাইদহ, কালীগঞ্জ, যশোর, কেশবপুর, মনিরামপুর থানায় একাধিক চুরি ও মাদক মামলা রয়েছে।