কুড়িগ্রামের কচাকাটা থানা-পুলিশের অভিযানে চোরাই মালপত্রসহ চার চোরকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৪ নভেম্বর) কচাকাটা থানা-পুলিশ জানায়, কচাকাটা থানা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন মোহাম্মদ আরিফ হোসেন, মো. কাশেম আলী, করিমন ও মো. রাহিমুল।
পুলিশ জানায়, ৩ নভেম্বর কচাকাটা থানাধীন মাদারগঞ্জ বাজারে একটি ওয়ার্কশপের দোকানে চুরি হয়। এ ঘটনায় কচাকাটা থানায় মামলা করেন ভুক্তভোগী। তদন্তের একপর্যায়ে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার এবং চোরাই মালপত্র উদ্ধার করা হয়।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. রুহুল আমীন জানান, আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।