তিনটি চোরাই ফোনসহ দুই আসামিকে গ্রেপ্তার করেছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) খুলনা থানার সদস্যরা।
সোমবার (২ অক্টোবর) রাতে খুলনা থানাধীন পাওয়ার হাউস মোড় থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন নগরীর সোনাডাঙ্গা থানা এলাকার মো. আরিফ শেখ (৩৭) এবং খুলনা থানা এলাকার মো. আলী হোসেন (৩৬)।
তাঁদের বিরুদ্ধে খুলনা থানায় সংশ্লিষ্ট আইনে মামলা করেছে পুলিশ।