চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) আকবর শাহ থানার অভিযানে চোরাই পিকআপ ভ্যানসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আকবর শাহ থানায় শনিবার হওয়া মামলার পরিপ্রেক্ষিতে আসামি আজম ওরফে বাদশাকে (২১) থানাধীন শাপলা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
আসামির স্বীকারোক্তি অনুযায়ী পিকআপ ভ্যান জব্দ করা হয়। তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।