পুলিশি হেফাজতে আসামি এবং উদ্ধার করা অটোরিকশা। ছবি : বাংলাদেশ পুলিশ

দুটি চোরাই অটোরিকশাসহ এক আসামিকে গ্রেপ্তার করেছে জামালপুরের বকশীগঞ্জ থানা-পুলিশ।

শুক্রবার (১৪ জুলাই) সন্ধ্যায় বকশীগঞ্জ পৌরসভার চরকাউরিয়া এলাকা থেকে আসামিকে গ্রেপ্তার করা হয়।

বকশীগঞ্জ থানা-পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে দুটি চোরাই অটোরিকশাসহ আসামিকে গ্রেপ্তার করা হয়। নিয়মিত মামলা করে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।