পুলিশি হেফাজতে আসামি। ছবি : বাংলাদেশ পুলিশ

কিশোরগঞ্জে এক নারীর চোখে স্প্রে মেরে স্বর্ণালংকার ও মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে কটিয়াদী থানা-পুলিশ।

বুধবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় মুন্সিগঞ্জের সিরাজদিখান থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আসামি নাসির সরদারের (৩২) বাড়ি খুলনার ফুলতলা থানা এলাকায়।

মামলার তদন্ত কর্মকর্তা কটিয়াদী থানার উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, গত ১৭ সেপ্টেম্বর বিকেলে কটিয়াদী বাসস্ট্যান্ডে অবস্থান করছিলেন ভুক্তভোগী রহিমা বেগম (২৬)। এ সময় প্রাইভেট কার থেকে নেমে এক ব্যক্তি তাঁর চোখে স্প্রে মারেন। সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পড়েন তিনি। পরে তাঁকে কটিয়াদীর আল নূর হাসপাতালে ভর্তি করা হয়। জ্ঞান ফেরার পর তিনি দেখতে পান, তাঁর গলায় থাকা আট আনা ওজনের স্বর্ণের চেইন ও মোবাইল ফোন নেই। খবর পেয়ে স্বজনরা ওই নারীকে বাড়িতে নিয়ে যান। এ ঘটনায় কটিয়াদী থানায় মামলা করেন ভুক্তভোগী।

এই পুলিশ কর্মকর্তা জানান, তদন্তের এক পর্যায়ে মুন্সিগঞ্জের সিরাজদিখান থানা এলাকা থেকে আসামিকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে উদ্ধার করা হয় ভুক্তভোগীর মোবাইল ফোন ও স্বর্ণ বিক্রির ২৫ হাজার টাকা। সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।