চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) উত্তর ও দক্ষিণ বিভাগের অভিযানে ২৫টি চেতনানাশক ট্যাবলেট, চেতনানাশক দ্রব্য মিশ্রিত ২২০ গ্রাম হালুয়া ও ৯৫ গ্রাম বিশেষ কায়দায় তৈরি চেতনানাশক মলমসহ অজ্ঞান পার্টির দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে নগরীর খুলশী থানাধীন টাইগারপাস মোড় এলাকায় শনিবার অভিযান চালিয়ে নাসির উদ্দিন ও মো. ফারুককে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক তদন্তে জানা যয়, গ্রেপ্তার ব্যক্তিরা জব্দকৃত চেতনানাশক ট্যাবলেট খাবারের সঙ্গে মিশিয়ে ও চেতনানাশক মলম মানুষের চোখে ও মুখে লাগিয়ে মানুষকে অজ্ঞান করতেন। পরে টাকাপয়সা, স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিতেন তাঁরা।