চুয়াডাঙ্গায় বিকাশে খোয়া যাওয়া টাকা উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে ফেরত দেয় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। ছবি: পুলিশ নিউজ

চুয়াডাঙ্গায় বিকাশে খোয়া যাওয়া টাকা উদ্ধার করে প্রকৃত মালিককে ফেরত দিয়েছে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল।

জেলার আলমডাঙ্গা থানাধীন পাঁচকমলাপুর গ্রামের মুকুল হোসেনের কাছে বৃহস্পতিবার টাকাগুলো ফেরত দেওয়া হয়।

এর আগে ১২ এপ্রিল মুকুল হোসেন জেলার পুলিশ সুপারের কার্যালয় এসে এসপি জাহিদুল ইসলাম, বিপিএম-সেবাকে জানান, তিনি বিকাশ এজেন্ট ব্যবসায়ী। লেনদেনের সময় ১৪ হাজার টাকা ভুলক্রমে অন্য বিকাশ নম্বরে চলে যায়। পরবর্তী সময়ে যোগাযোগ করলে বিভিন্ন ধরনের টালবাহানা শেষে টাকা যাওয়া নম্বরটি স্থায়ীভাবে বন্ধ পাওয়া যায়।

এসপি অসহায় বিকাশ ব্যবসায়ীর টাকাগুলো উদ্ধারের জন্য তাৎক্ষণিকভাবে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল টিমকে নির্দেশ দেন। সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল টিমের চেষ্টা ও প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে টাকাগুলো উদ্ধার করে মুকুল হোসেনকে ফেরত দেওয়া হয়।

ওই সময় মুকুল হোসেন হারানো টাকা পুলিশের আন্তরিকতা ও সহযোগিতায় দ্রুত ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি এসপিসহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল টিমকে ধন্যবাদ জানান।