চুয়াডাঙ্গা সদর থানা-পুলিশের অভিযানে মাদকসহ একজন গ্রেপ্তার হয়েছে। চুয়াডাঙ্গা পৌরসভার রেলস্টেশন রোড এলাকা থেকে ২৮ অক্টোবর (বৃহস্পতিবার) রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির নাম মো. জিহাদ (২৩)। তাঁর কাছ থেকে ৪৮০টি মাদক বুপ্রেনরফিন ইনজেকশন জব্দ করা হয়েছে।
সদর থানা-পুলিশ জানায়, ২৮ অক্টোবর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা-পুলিশের একটি দল চুয়াডাঙ্গা পৌরসভার রেলস্টেশন রোড এলাকায় মাদকবিরোধী অভিযানে যায়। রাত সোয়া ১১টার দিকে জিহাদ পুলিশ দেখে পালানোর চেষ্টা করেন। এ সময় তাঁকে ধাওয়া দিয়ে আটক করা হয়। পরে তাঁর শরীর তল্লাশি করে বুপ্রেনরফিন ইনজেকশনগুলো পাওয়া যায়। এসব ইনজেকশনের আনুমানিক মূল্য ১ লাখ ৪৪ হাজার টাকা।
জিজ্ঞাসাবাদে জানা যায়, ইনজেকশনগুলো তিনি মো. কামরুল ইসলাম (৪১) নামের একজনকে দিতে হিলি সীমান্ত থেকে এনেছিলেন। পরে জানা যায়, কামরুলের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন থানায় মামলা রয়েছে।
সদর থানা-পুলিশ আরও জানায়, কামরুলকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে। জিহাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।