রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকা থেকে ইউএস ডলার চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগ। তাঁর নাম মো. তালহা ইউসুফ।
গতকাল সোমবার (১৩ ডিসেম্বর) ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে তাঁকে গ্রেপ্তার করে উত্তরা জোনাল টিম। খবর ডিএমপি নিউজের।
গোয়েন্দা উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লু বলেন, চলতি বছরের ৯ মার্চ উত্তরা পূর্ব থানার ৪ নম্বর সেক্টরের এক বাসায় ৩৩ হাজার ইউএস ডলার চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় উত্তরা পূর্ব থানায় মামলা হয়। মামলাটি ছায়া তদন্ত শুরু করে গোয়েন্দা উত্তরা বিভাগ।
তিনি আরও বলেন, মামলাটি তদন্তকালে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করে গতকাল ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ১০ হাজার ইউএস ডলার উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে।