রাজশাহী মহানগরীর মতিহার থানা এলাকার তালাইমারীর একটি মেস থেকে চুরি হওয়া ল্যাপটপ ও মোবাইলফোন রাজশাহী কলেজের ছাত্রের কাছে ফেরত দিয়েছে থানা পুলিশ।
আদালতের আদেশক্রমে শুক্রবার কলেজছাত্র নাহিদ হাসানের কাছে তাঁর ল্যাপটপ ও মোবাইল ফেরত দেন মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার আলী তুহীন।
গত ১৫ জুন তালাইমারীর মেস থেকে নাহিদের একটি ল্যাপটপ ও একটি মোবাইল চুরি হয়। এ নিয়ে মতিহার থানায় একটি চুরির মামলা হয়।
সেই মামলার পর অভিযান চালিয়ে মতিহার থানা পুলিশ চুরি হওয়া ল্যাপটপ ও মোবাইল ফোন উদ্ধারসহ আসামিদের গ্রেপ্তার শুরু করে।
চুরির ঘটনার সঙ্গে জড়িত আরিফুল ইসলাম আরিফ (২৫), জয় হোসেন (২২), সাকির হোসেন সুইট (২৫), শফিউর রহমান শাফি (২০) ও তৌশিক রহমান সিয়ামকে (১৭) গ্রেপ্তার করা হয়।