নাটোরে চুরি হওয়া শিশুকে কুষ্টিয়ার পোড়াদহ এলাকা থেকে উদ্ধার করেছে নাটোর সদর থানা-পুলিশ। এর সঙ্গে জড়িত সন্দেহে ২ নারীকে আটক করা হয়েছে। খবর দ্য ডেইলি স্টারের।
আজ শনিবার নাটোর সদর থানার উপপরিদর্শক জামাল উদ্দিন বলেন, ‘ভোর ৫টায় কুষ্টিয়ার পোড়াদহ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এ সময় ২ নারীকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।’
চুরি যাওয়া শিশুর চাচা লিটন হোসেন বলেন, ‘আমাদের শিশুটিকে পেয়েছি। সহযোগিতার জন্য সবাইকে ধন্যবাদ।’
তবে তিনি সিভিল সার্জনের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ এনে তার বিচার চান।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল শুক্রবার নাটোর আধুনিক সদর হাসপাতাল থেকে এক দিনের ওই কন্যাশিশু চুরি হয়। গত বৃহস্পতিবার বেলা ১১টায় শিশুটি নাটোর আধুনিক সদর হাসপাতালে জন্ম নেয়। শুক্রবার বেলা ১১টার দিকে শিশুটিকে তার দাদি কোলে নিয়ে ছিলেন।
সে সময় নার্সের পোশাক পরা এক নারী এসে ডাক্তার দেখানোর কথা বলে শিশুটিকে নিয়ে যান। পরে ওই ‘নার্স’ ফিরে না আসায় তাঁরা খোঁজ শুরু করেন। চুরি হওয়া শিশুর উদ্ধার অভিযান নিয়ে জেলা পুলিশ শনিবার দুপুর ১২টায় প্রেস ব্রিফিংয়ের আয়োজন করেছে।