মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে জামালপুরের মেলান্দহ থানার সদস্যরা অভিযান চালিয়ে একটি চোরাই অটোরিকশা উদ্ধার করেছেন। এ ঘটনায় ইসলামপুর থানা এলাকার মো. জাবের ওরফে খুরম আলীকে (২৮) গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১১ জুন) ইসলামপুর থানাধীন ডেংগাপাড়া এলাকা থেকে আসামিকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গত শুক্রবার (১০ জুন) বিকেলের কোনো এক সময় মাহমুদপুর বাজার থেকে ভুক্তভোগী মো. আব্দুর রশিদের (২৬) ব্যাটারিচালিত অটোরিকশাটি চুরি হয়। এ ঘটনায় মেলান্দহ থানায় একটি মামলা করেন ভুক্তভোগী। এরপর ঘটনা তদন্তে নামে পুলিশ। তদন্তের একপর্যায়ে আসামির অবস্থান শনাক্ত করে আসামিকে গ্রেপ্তার করা হয়। আইনি কার্যক্রম শেষে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।