মামলার মাত্র দুই ঘণ্টার মধ্যে দুই অটোরিকশা চোরকে গ্রেপ্তার করেছে জামালপুর থানা-পুলিশ। এ সময় চুরি যাওয়া অটোরিকশার তিনটি ব্যাটারি, একটি কন্ট্রোল বক্স ও একটি ডিফেন্স সেট উদ্ধার করা হয়।
রোববার (২ এপ্রিল) জামালপুর থানা এলাকা থেকে আসামি মো. আবুল হাসেম (৩৫) ও মো. সোহেলকে (৩৯) গ্রেপ্তার করা হয়।
জামালপুর থানার উপপরিদর্শক (এসআই) মানিক চন্দ্র দে জানান, দুই আসামিকে ভাড়ায় অটোরিকশা চালাতে দেন ভুক্তভোগী মোছা. কল্পনা বেগম (৪৮)। কিন্তু তাঁরা সেই অটোরিকশা বিক্রি করে দেন। এ ঘটনায় রোববার মামলা করেন ভুক্তভোগী। মামলা করার মাত্র দুই ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের আদালতে সোপর্দ করা হয়।