সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানার অভিযানে চুরি করা ছয়টি গরু উদ্ধার হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শাহ পরান (রহ.) থানাধীন রুস্তমপুরে দিগন্ত আবাসিক এলাকার ১০৮ নম্বর প্লট থেকে শনিবার গরু উদ্ধারের পাশাপাশি চোর সন্দেহে একজনকে গ্রেপ্তার করে এয়ারপোর্ট থানা-পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তির নাম আকতার হোসেন (৩৪)। তাঁর বাসা শাহ পরান থানার রুস্তমপুরে।
আকতারের নামে এয়ারপোর্ট থানায় মামলা হয়েছে। তাঁকে আদালতে পাঠানো হবে।