চুয়াডাঙ্গা সদর থানা-পুলিশের বিশেষ অভিযানে ভ্যান চোর চক্রের হোতাকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁর কাছ থেকে একটি চোরাই বাইসাইকেল, চারটি চোরাই ভ্যান ও ভ্যানের অংশবিশেষ উদ্ধার করা হয়।
রোববার (১২ ফেব্রুয়ারি) বিকেলে চুয়াডাঙ্গা সদর থানাধীন মুক্তিপাড়া সাত ভাই পুকুরপাড়া থেকে আসামিকে গ্রেপ্তার করা হয়।
আসামি মো. জাহাঙ্গীর সরদারের (৪৩) বাড়ি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানা এলাকায়।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাব্বুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বাইসাইকেল, ভ্যান ও ভ্যানের অংশবিশেষ উদ্ধার করা হয়। তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে।