চুয়াডাঙ্গায় সদর থানা-পুলিশ অভিযান চালিয়ে শিশু ধর্ষণের অভিযোগে এক আসামিকে গ্রেপ্তার করেছে। অভিযোগ পাওয়ার ছয় ঘণ্টার মধ্যে ওই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার আসামির নাম মো. জাহিদুল ইসলাম (৩৫)।
চুয়াডাঙ্গা জেলা পুলিশ জানায়, শিশু ধর্ষণের অভিযোগে মামলা হওয়ার ছয় ঘণ্টার মধ্যে সদর থানা-পুলিশের একটি দল চুয়াডাঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে জাহিদুলকে গ্রেপ্তার করেছে। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।