চুয়াডাঙ্গায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে ১০০টি ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করেছে। চুয়াডাঙ্গার দর্শনা থানা এলাকা থেকে ২৪ মার্চ (শুক্রবার) বিকেলে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামির নাম মো. হাসান (২৮)।
জেলা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল ২৪ মার্চ বিকেল সাড়ে ৪টার দিকে চুয়াডাঙ্গার দর্শনা থানার আজমপুর (মাঠপাড়া) গ্রামে অভিযান চালিয়ে ১০০টি ইয়াবাসহ হাসানকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।