চুয়াডাঙ্গা জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ৩২ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৩ এপ্রিল) জেলার দামুড়হুদা থানাধীন কার্পাসডাঙ্গা গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আসামি মো. জাহাঙ্গীর হোসাইনের (৩০) বাড়ি দামুড়হুদা থানা এলাকায়।
ডিবি চুয়াডাঙ্গার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ জানান, আসামির বিরুদ্ধে দামুড়হুদা থানায় মামলা করা হয়েছে।