১৩২ জন যাত্রী নিয়ে বিধ্বস্ত হওয়া চায়না ইস্টার্ন এয়ারলাইনসের উড়োজাহাজটিতে কোনো বিদেশি যাত্রী ছিলেন না বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন।
সোমবার (২১ মার্চ) এয়ারলাইনসটির বরাত দিয়ে রাতে টেলিভিশনটি এ তথ্য জানিয়েছে। খবর দ্য ডেইলি স্টারের।
এ ঘটনায় কতজন নিহত হয়েছেন, তা উল্লেখ না করেই উড়োজাহাজ চলাচল সংস্থাটি যাত্রী ও ক্রুদের জন্য গভীরভাবে শোক প্রকাশ করেছে।
কুনমিং থেকে গুয়াংজু যাওয়ার পথে উঝোউ শহরের ওপর দিয়ে যাওয়ার সময় উড়োজাহাজটি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে ১২৩ যাত্রী ও ৯ জন ক্রু সদস্য ছিলেন।
চীনা কর্তৃপক্ষ এ বিষয়ে স্পষ্ট কোনো বার্তা না দিলেও উড়োজাহাজের যাত্রী ও ক্রু কারোরই বাঁচার সম্ভাবনা নেই বলে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।
চীনা মিডিয়ায় প্রচারিত হওয়া হাইওয়ে থেকে একটি গাড়ির ড্যাশক্যামের ভিডিও ফুটেজে দেখা গেছে, দূরে গাছের পেছনে একটি জেট ৩৫ ডিগ্রিতে আকাশ থেকে ভূপাতিত হচ্ছে।