পুলিশি হেফাজতে আসামিরা এবং জব্দ করা চিনি ও ট্রাক। ছবি : বাংলাদেশ পুলিশ

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) শাহ পরান (রহ.) থানার অভিযানে ৮৯৭ বস্তা ভারতীয় চিনি, দুটি ট্রাকসহ চার চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১০ মে) সকালে নগরীর শাহ পরান থানাধীন জালালাবাদ ক্যান্টনমেন্টের সিনেমা হলের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন ঝিনাইদহের মহেশপুর এলাকার মো. সাজ্জাদ হোসেন (৪৩) ও কোটচাঁদপুর এলাকার রাসেল আহমদ (৩০), হবিগঞ্জের নবীগঞ্জ এলাকার মো. রাজন মিয়া (২১) এবং গাজীপুরের কালীগঞ্জ এলাকার নূর মোহাম্মদ (৩০)।

শাহ পরান থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল আজিজ জানান, জব্দ করা চিনির আনুমানিক দাম ৫১ লাখ টাকা। বিশেষ ক্ষমতা আইনে মামলা করে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।