যথাযথ মর্যাদা ও নানা আয়োজনে নড়াইলে মঙ্গলবার দেশবরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ২৯তম প্রয়াণদিবস পালন করা হয়েছে।
সকালে শিল্পী এস এম সুলতানের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল, আর্টক্যাম্প, সুলতান স্মরণে শিশুদের লেখা চিঠি উৎসব প্রদর্শনী, পাপেট শো, আলোচনা সভা, প্রামাণ্যচিত্র ‘আদম সুরত’ প্রদর্শনী ও পালাগানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদীসহ অনেকে।
বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতান ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে অসুস্থ অবস্থায় ৭০ বছর বয়সে মৃত্যুবরণ করেন। জন্মভূমি নড়াইলের কুড়িগ্রামে তাঁকে শায়িত করা হয়।