কিশোরগঞ্জের কটিয়াদী মডেল থানার অভিযানে চার কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
কটিয়াদী মডেল থানার ভোগপাড়া কটিয়াদী বাসস্ট্যান্ডে সোমবার বিকেলে অভিযান চালিয়ে মো. রুবেল মিয়া (৩৪), মো. আবদুস সাত্তার ওরফে রবিন (২৮) ও মো. রতন মিয়াকে (২৪) গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তিনজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তাঁরা পরস্পর যোগসাজশে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন সীমান্ত অঞ্চল থেকে মাদকদ্রব্য কিনে এনে কিশোরগঞ্জ জেলাসহ আশপাশের জেলাগুলোতে দীর্ঘদিন ধরে বিক্রি করে আসছেন।
এ ঘটনায় কটিয়াদী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।