রাজশাহীর চারঘাট থানা-পুলিশের অভিযানে ৮১০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে। তবে দুই আসামি পালিয়ে যাওয়ায় গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
গত শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাতে চারঘাট থানাধীন ইউসুফপুর পশ্চিমপাড়া গ্রাম থেকে এসব ফেনসিডিল জব্দ করা হয়।
পলাতক আসামিরা হলেন চারঘাট থানাধীন ইউসুফপুর পশ্চিমপাড়া গ্রামের মো. সুজন (৩২) ও মো. আশিকুর রহমান (২৯)।
চারঘাট থানার উপপরিদর্শক (এসআই) মো. নুর ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান দুই আসামি। এ সময় তিনটি বস্তা থেকে ৮১০টি ফেনসিডিল জব্দ করা হয়। আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।