পুলিশি হেফাজতে আসামিরা। ছবি : বাংলাদেশ পুলিশ

হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) চান্দগাঁও থানার সদস্যরা। তাঁদের কাছ থেকে জব্দ করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) নগরীর চান্দগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে আসামি মোহাম্মদ ফরহাদ ওরফে ফারুক ও মোহাম্মদ শামীম হোসেনকে গ্রেপ্তার করা হয়।

চান্দগাঁও থানার উপপরিদর্শক (এসআই) সোহেল জানান, গত শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) চান্দগাঁও থানাধীন খাজা রোড এলাকার একটি চায়ের দোকানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভুক্তভোগী সাজ্জাদের সঙ্গে আসামিদের বাগবিতণ্ডা হয়। এ সময় সাজ্জাদকে ছুরিকাঘাত করেন দুই আসামিসহ আরও কয়েকজন। সাজ্জাদকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় চান্দগাঁও থানায় মামলা করা হয়। তদন্তের একপর্যায়ে অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।