চাঁপাইনবাবগঞ্জে দুটি মোটরসাইকেলের সংঘর্ষে নুরুল ইসলাম (৫২) নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বেলা ১টার দিকে সদর উপজেলার ইসলামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর জাগো নিউজের।
নুরুল ইসলাম পুলিশের চাঁপাইনবাবগঞ্জ জেলা ডিএসবি শাখার সাব ইন্সপেক্টর (এসআই) পদে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুরে।
চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের ইমারজেন্সি ইনচার্জ আনোয়ার রফিক জানান, দুপুর সাড়ে ১২টার দিকে ইসলামপুর এলাকায় দুই মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে এসআই নুরুল ইসলাম নিহত হন। তাঁকে বেলা দেড়টার দিকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়। মরদেহ বর্তমানে হাসপাতাল মর্গে আছে।