
বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা না যাওয়ায় আগামী শুক্রবার থেকে রমজান মাস গণনা শুরু হবে।
ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) বায়তুল মোকাররমের সভাকক্ষে বুধবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।
ইফার সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সভায় ১৪৪৪ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায় যে, আজ ২৯ শাবান ১৪৪৪ হিজরি, ৮ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ, ২২ মার্চ ২০২৩ খ্রিষ্টাব্দ বুধবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি। ফলে আগামীকাল ৯ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ, ২৩ মার্চ ২০২৩ খ্রিষ্টাব্দ বৃহস্পতিবার পবিত্র শাবান মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী ১০ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ, ২৪ মার্চ ২০২৩ খিষ্টাব্দ শুক্রবার থেকে পবিত্র রমজান মাস গণনা শুরু হবে। এর পরিপ্রেক্ষিতে আগামী ২৬ রমজান ১৪৪৪ হিজরি, ৫ বৈশাখ ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ এপ্রিল ২০২৩ খ্রিষ্টাব্দ মঙ্গলবার দিবাগত রাতে পবিত্র শবে কদর পালিত হবে।’