ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজির সময় একজনকে গ্রেপ্তার করেছে কাঁচপুর হাইওয়ে থানা-পুলিশ।
মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর মোড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আসামি আব্দুল্লাহর (২৫) বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজার থানাধীন পুরিন্দা পূর্বপাড়া এলাকায়।
কাঁচপুর হাইওয়ে থানা-পুলিশ জানায়, আসামির কাছ থেকে চাঁদাবাজির ৪৬০ টাকা ও চাঁদা আদায়ের রসিদ জব্দ করা হয়। তাঁর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে।