ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি করার সময় একজনকে আটক করেছে হাইওয়ে পুলিশ।
গাজীপুর রিজিয়নের অধীন কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ সোমবার সকাল ৯টা ৫ মিনিটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে তাঁকে আটক করে।
আটক আরাফাতের (১৮) বাড়ি টাঙ্গাইলের ভূয়াপুর থানার ফুলদা বাজার এলাকায়। এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।