অটোরিকশায় চাঁদাবাজির সময় আটজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কামরাঙ্গীরচর থানার সদস্যরা।
শুক্রবার (১৫ মার্চ) রাজধানীর কামরাঙ্গীরচর থানাধীন পাকাপুল এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। জব্দ করা হয় ৮ হাজার টাকা।
আসামিরা হলেন মো. আল মাহমুদ হোসেন, মো. মোরশেদ আলম, মো. রফিকুল ইসলাম, মো. শাহিন হোসেন, মো. রওশন এরশাদ, মো. রাজু , মো. রতন ও মো. সুজন ইসলাম।
কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, নিয়মিত মামলা করে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।