চাঁদপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা অভিযান চালিয়ে ৪৫ লাখ টাকার বেশি মূল্যের অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে। চাঁদপুরে মেঘনা নদী ও এর বিভিন্ন শাখায় এসব অভিযান পরিচালিত হয়।
নৌ পুলিশ জানায়, চাঁদপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা মেঘনা নদী ও এর বিভিন্ন শাখায় অভিযান পরিচালনা করে ১ লাখ ৫১ হাজার ৭০০ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছেন। এসব জালের আনুমানিক দাম ৪৫ লাখ ৫১ হাজার টাকা। জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। অভিযানে একটি নৌকা জব্দ করা হয়। এ ছাড়া তিনজনকে আটকের পর তাঁদের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় মৎস্য আইনে মামলা করা হয়েছে।