চাঁদপুর নৌ-থানার পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল, মাছ ও নৌকা উদ্ধার করেছে।
আজ রোববার নৌ-থানার দায়িত্বরত পরিদর্শকের নেতৃত্বে একটি টিম মেঘনা নদীর বিভিন্ন শাখায় মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করে। এ সময় ভাসমান ও পাতানো অবস্থায় মালিকবিহীন আনুমানিক ১ কোটি ২০ লাখ ৩ তিন হাজার মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করে।
উদ্ধার জালের আনুমানিক মূল্য-৩৬ কোটি ৯০ হাজার টাকা।
এছাড়া পুলিশের টিম ১১৯ কেজি মাছ ও ১৭টি নৌকা উদ্ধার করেছে।
উদ্ধার মাছের আনুমানিক মূল্য ৮৩ হাজার ৩০০ টাকা নৌকার আনুমানিক মূল্য ৩ লাখ ৪০ হাজার টাকা।
এ ঘটনায় ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মৎস্য আইনে ৩টি মামলা করা হয়েছে ।
উদ্ধারকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং মাছ এতিমখানায় বিতরণ করা হয়।