চাঁদপুর জেলা পুলিশের বিশেষ অভিযানে ৩৫৪ ভরি ছয় আনা পাঁচ রতি ওজনের সাতটি স্বর্ণের বারসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
চাঁদপুর সদর মডেল থানার একটি চৌকস দল শুক্রবার গুনরাজদীর বঙ্গবন্ধু সড়কের আল-আমিন স্কুল অ্যান্ড কলেজের প্রবেশপথের মাথায় চেকপোস্ট বসায়। ওই সময় বিভিন্ন যানবাহন তল্লাশির একপর্যায়ে ফরিদগঞ্জ থেকে চাঁদপুর লঞ্চঘাটগামী একটি যাত্রীবাহী অটোরিকশার পেছনের সিটে বসা যাত্রীবেশী আসামিদের জিজ্ঞাসাবাদ করে। তাঁদের আচরণ সন্দেহজনক হওয়ায় সুমন দাস (৪৩) নামের একজনের দেহ তল্লাশি করে পাঁচটি স্বর্ণের বার এবং মনোরঞ্জন ভৌমিককে (৩২) তল্লাশি করে দুটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক মূল্য তিন কোটি ১৫ লাখ ৩৯ হাজার ৩৭৫ টাকা।
দুজনের নামে চাঁদপুর মডেল থানায় মামলা করা হয়েছে।