চাঁদপুরের মতলব উত্তর থানা-পুলিশের অভিযানে ৫ কেজি গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় গাঁজা পরিমাপে ব্যবহৃত একটি ডিজিটাল মেশিন জব্দ করা হয়।
রোববার (২০ মার্চ) রাতে মতলব উত্তর থানাধীন ছেঙ্গারচর পৌরসভার বালুচর এলাকা থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন মরিয়ম (২২), আফিয়া আক্তার (৫০), রহিমা বেগম (৩৬) ও শানু (৩৫)।
পুলিশ জানায়, আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কারাগারে পাঠানো হয়েছে।