নৌ পুলিশের অভিযানে উদ্ধার করা জাল। ছবি-সংগৃহীত

নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার সময় চাঁদপুরের পদ্মা-মেঘনা নদী থেকে ২১টি নৌকাসহ ৪৯ জেলেকে আটক করেছে নৌ পুলিশ।

নৌ পুলিশের পাঁচটি থানা ও ফাঁড়ি পৃথকভাবে এ অভিযান পরিচালনা করে। এ সময় ৩ কোটি ২৪ লাখ ২৩ হাজার ৮২০ মিটার জাল উদ্ধার, ৩৮২ কেজি ইলিশ জব্দ করা হয়। খবর জাগো নিউজের।

এদিকে গতকাল সোমবার সকালে মেঘনা নদীর লক্ষ্মীরচর এলাকায় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে মারলে উপজেলা মৎস্য কর্মকর্তাসহ ১৫ পুলিশ আহত হন। ওই দিন বিকেলে যৌথ অভিযান পরিচালনা করে নৌ পুলিশ।

নৌ পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান বলেন, গত ২৪ ঘণ্টার অভিযানে পৃথক চারটি ভ্রাম্যমাণ আদালতে একজনকে পাঁচ হাজার টাকা জরিমানাসহ ২৭ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। এ ছাড়া চাঁদপুর সদর মডেল থানায় পৃথক পাঁচটি মামলা করা হয়েছে।