
পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক পদ বিভাজনকৃত পদোন্নতিযোগ্য প্রকৃত শূন্য পদের বিপরীতে নায়েক থেকে এএসআই পদে পদোন্নতি পাওয়া নায়েক আবদুল মোতালেবকে র্যাংক ব্যাজ পরিয়ে দেন চাঁদপুরের পুলিশ সুপার মো. মিলন মাহমুদ বিপিএম-বার।
আজ রোববার এই ব্যাজ পরানো হয়। চাঁদপুর জেলা পুলিশের অফিশিয়াল ফেসবুক পেজের পোস্টে এ তথ্য জানানো হয়।
র্যাংক ব্যাজ পরানো শেষে পুলিশ সুপার পদোন্নতি পাওয়া পুলিশ সদস্যকে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন।
ওই সময় চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায় উপস্থিত ছিলেন।